
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আতঙ্কের কারণে অলস সময় কাটানো কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার সবজির বীজ। উপজেলার পাঁচ ইউনিয়নের ৫ হাজার ২৫০ কৃষক পরিবারের মাঝে মিষ্টি কুমড়া, লাউ ও লালশাকসহ ৭ ধরণের সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার আরডিআরএস বাংলাদেশ এর অফিসে সঙ্গ প্রকল্পের এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী লুতফুল হাসান।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন এবং আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ একেএম ফরিদুল হক, সঙ্গ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহাবুবা গুলে সেগুফতা, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ ও পাঁচ ইউনিয়নের সঙ্গ প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কো-অর্ডিনেটর মাহাবুবা গুলে সেগুফতা জানান, সম্প্রতি উপজেলার ৫ ইউনিয়নের (তারাপুর, হরিপুর, বেলকা, চন্ডিপুর ও শ্রীপুর) ৫ হাজার ২শ’ ৫০জন কৃষককে নিয়ে বসতবাড়ীতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন শীষর্ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ নেয়া কৃষকরাই কেবলমাত্র ৭ প্রকার এ সবজি বীজ পাবেন। তিনি আরও বলেন, ইউনিয়ন প্রতিনিধিগণ সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে প্রকল্পের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে আগামী ৭দিনের মধ্যে প্রত্যেক কৃষকের বাড়ি বাড়ি গিয়ে এ সবজি বীজ বিতরণ শেষ করবেন। করোনা ভাইরাস প্রতিরোধে এ পদ্ধিতে বীজ বিতরণ করা হচ্ছে বলেও জানান কো-অর্ডিনেটর।