অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা পৃথিবী। আশা আছে বিজ্ঞানীরা যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে খুব শীঘ্রই হয়ত হাতে উঠে আসবে করোনা বধের ভ্যাকসিন। সেখানেই এবার আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানানো হল এমনটাও হতে পারে যে ভবিষ্যতে করোনা ভয়কে সঙ্গী করেই বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষকে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ডেভিড নৌবারি।
ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে দীর্ঘ সময় লাগতে পারে। এমন তথ্য আগেই জানিয়ে দিয়েছিল বিশ্বের বিজ্ঞানীমহল। তার মাঝখান থেকেই উঠে আসছিল নানাবিধ সম্ভাবনার কথা। তবে পাকাপাকিভাবে হাতে আসেনি কিছুই।
এরই মাঝে প্রফেসর ডেভিড ‘দ্যা গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, করোনার ভ্যাকসিন যে তৈরি হবে এমন কোনও নিশ্চয়তা নেই। তবে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীতে এমন কিছু কিছু ভাইরাস রয়েছে যার বিরুদ্ধে নিশ্চিতভাবে কার্যকরী কোনও ভ্যাকসিন তৈরি করা ভীষণ কঠিন একটি বিষয়। ফলে ভাইরাস এর ভয়ের মাঝেই আমাদের বেঁচে থাকতে হবে।
এমন একটা ভাবনা মনের ভিতর তৈরি করে নেওয়া উচিত। সেটা কিভাবে সম্ভব, সেটা নিজের মতো করে গুছিয়ে নেওয়া দরকার।
পাশাপাশি আশংকার মাত্রা আরও বাড়িয়ে ‘হু’-এর এক প্রফেসর বলেন, ‘এমন কোনও নির্দিষ্ট প্রমান নেই যে ব্যাক্তি একবার করোনা সংক্রমিত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি দ্বিতীয়বার ফের সংক্রামিত হবেন না। বরং এমন উদাহরণও মিলেছে যেখানে সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হয়েছেন রোগী।’
হু এর বক্তব্য অনুযায়ী, যার শরীরে কোন এন্টিবায়োটিক একবার তৈরি হয়েছে। সে পুরোপুরি এই ভাইরাস থেকে মুক্ত এমনটা সত্যিই বলার উপায় নেই। সবমিলিয়ে অজানা-অচেনা মানবসভ্যতাকে সংকটের মুখে ফেলে দেওয়া ভাইরাস নিয়ে উদ্বেগ বেড়েছে ক্রমশই।