গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর হতে ঢাকাগামী ট্রাক ঢাকা মেট্রো ড ১৪-৭৫৪৪ এ করে সবজির ভিতর কৌশলে মাদক নিয়ে যাবার সময় গোবিন্দগঞ্জ থানা গেটের সামনে আটক পূর্বক তল্লাশি করে এবং ট্রাকের ডালার মধ্যে থাকা দূটি সবজির বস্তার ভিতর তিনটি ব্যাগে ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ফেন্সিডিলের মূল মালিক ও মাদক ব্যবসায়ী আসামি জামাল মন্ডল (৪৭) পিতা-ছাবেদ আলি, সাং-তেকরা ডিয়াস, থানা-নবাবগঞ্জ, ট্রাকের ড্রাইভার আসামি মিন্টু চন্দ্র দাস (৩৫) পিতা-শ্রী রবীন্দ্র চন্দ্র সাং কাচঁ নগর শিপাই মন্ডলপাড়া ও আসামি হেলপার রুবেল ইসলাম (২৬) পিতা-আমিনুল ইসলাম সাং-রামপুর মন্ডল পাড়া উভয়ের থানা পার্বতীপুর সর্ব জেলা দিনাজপুরদেরকে আটক করে।
উল্লেখ্য: আসামিরা পরিকল্পিত ভাবে করোনার সুযোগে সবজির ট্রাকে করে এই ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছিলো। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।