
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারি আদেশ মোতাবেক গাইবান্ধা জেলাকে লকডাউন করায় অনেক মানুষ কর্মহীন হয়ে পরায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সঠিক মূল্য হাতের কাছে পেতে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে SDRS এনজিও এর সহযোগিতায় ২৯ এপ্রিল বুধবার গাইবান্ধা জেলা শহরবাসীর জন্য ডোর টু ডোর ন্যায্যমুল্যে দ্রব্যসামগ্রী প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। লকডাউন অব্যাহত থাকলে এই কার্যক্রমের আরও সম্প্রসারণ করা হবে যাতে করে শহরবাসীর কোন অসুবিধা না হয়। এ জেলার মানুষের স্বার্থে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।