
করোনা ভাইরাস শনাক্তকরণে পরীক্ষা ও নমুনা সংগ্রহের কিটের কোনও সংকট নেই বলে জানিয়েছ স্বাস্থ্য অধিদফতর। দেশি একটি কোম্পানি নিয়মিতভাবে এই কিট সরবরাহ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
আজ রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত এ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘একটি কথা আমি বারবার বলি, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমাদের নমুনা পরীক্ষার কিট নিয়ে। আমরা আগেই পরীক্ষা কিটের নাম্বার জানিয়েছিলাম। আমাদের যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পিসিআরে পরীক্ষার কিট সংগৃহিত আছে। পরীক্ষার কিট নিয়ে কোনও সমস্যা নাই। আমরা ধারাবাহিকভাবে এটা আমদানি করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের নমুনা সংগ্রহ করার কিটেরও কোনো ধরনের ঘাটতি নেই। দেশি একটি কোম্পানি আমাদের নিয়মিতভাবে এই কিট সরবরাহ করে যাচ্ছে। যদিও এই মুহূর্তে কারখানা পরিচালনা করা অনেকটা কঠিন তারপরও দেশি প্রতিষ্ঠানটি নিয়মিত এই নমুনা সংগ্রহের কিট উৎপাদন করে আমাদের সরবরাহ করছে।’
কোম্পানির কাছ থেকে উৎপাদিত এসব কিট সংগ্রহ করে এগুলা সারা দেশে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫ হাজার ৪১৬ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯, এ পর্যন্ত মোট ১২২ জন।