
জেলা প্রশাসন গাইবান্ধা কর্তৃক আয়োজিত একাদশ জাতীয় সংসদের ৩১-গাইবান্ধা-৩ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে এক মতবিনিময় সভা ১৬ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম কবিত খানম মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।