সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। চলন্ত গাড়ির চাকা খুলে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রবাসীদের সূত্রে জানা যায়, নিহতদের দুইজনের বাড়িই মৌলভীবাজারে। একজন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জাকের আলী (২২) এবং অপরজনের নাম আব্দুল হান্নান (৩০) , তার বাড়ি জুড়ি উপজেলায়।
নিহত জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া জানান, জাকের বছর দেড় বছর আগে সৌদি আরব যান।তিনি জানান, প্রবাসীদের মাধ্যমে তারা জানতে পেরেছেন এই ঘটনায় জুড়ি উপজেলার আব্দুল হান্নান নামের আরেক প্রবাসী নিহত হয়েছেন। এই বাইরে আর কোনো তথ্য জানতে পারেননি। পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী বাকর খান জানান, আমি ঘটনার খবর শুনেছি।