
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিবাহ অনুষ্ঠানে অংশ গ্রহনকারী ২ জন আমেরিকা প্রবাসী ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় সাদুল্লাপুর ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ জেলা প্রশাসক আবদুল মতিনের কাছে পাঠান।
ওই চিঠিতে ইউএনও উল্লেখ করেন, সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কালজ মণ্ডলের বিয়েতে দুইজন আমেরিকা প্রবাসী অংশ নেন। তারা দুই’জনেই করোনা ভাইরাসে আক্রান্ত। ওই বিয়েতে প্রায় ৪-৫শ লোক উপস্থিত ছিলেন। এরপর শনিবার (২১ মার্চ) গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দ্রুত ভাইরাসটি ছড়াতে পরে এমন শঙ্কায় এ উপজেলা লকডাউন করার সিন্ধান্ত নেওয়া হয়।
এদিকে সাদুল্লাপুর উপজেলা লকডাউন শিরোনামের খবর ছড়িয়ে পড়লে নির্বাহী অফিসার নবীনেওয়াজ বলেন, এটা আসলে বুঝতে ভুল হয়েছে। আমি কতৃপক্ষের অনুমোদন এর জন্য আবেদন করেছি মাত্র। অনুমোদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, লকডাউনের সংবাদ ভিক্তিহিন। কোনো ‘লকডাউন’ ঘোষণা করা হয়নি। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে।