
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আগুনের তাণ্ডবে তিন পরিবারের ছয়টি ঘরবাড়ি ভস্মিভুত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার (২০ মার্চ) দিনগত রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (খুনিয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের ছোলাইমান আলীর গোয়াল ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এতে আগুনের লেলিহান শিখা বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় ছোলাইমানেরসহ হাকিম উদ্দিন ও আমির বকসের ছয়টি ঘর পুড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থরা জানান, আগুনের সুত্রপাত কীভাবে ঘটেছে তা জানিনা। আগুনের তাণ্ডবে গরু, আসবাপত্র ও নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে।
গাইবান্ধা সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভানো হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষনিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। (ছবি: প্রতীকী)