
গাইবান্ধার সাদুল্লাপুরে আর্ন্তজাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি। সমাবেশে বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা ও নারীর সমঅধিকারের বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।