
গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গত মঙ্গলবার ও আজ বুধবার উপজেলা শহরের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করণ ও মাক্স বিতরণ করা হয়।
২৪ মার্চ মঙ্গলবার বিকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব। এসময় উপস্থিত চিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ মাজহারুল সরকার, উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাদুল্যাপুর উপজেলার সদর সহ বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করণ ও মাস্ক বিতরণ অব্যহত রয়েছে। এসময় তারা জনসাধারণ কে করোনা রোধে করণীয় সম্পর্কে ও জনসচেতনতাবৃদ্ধিকল্পে প্রাথমিক ধারণা প্রদান করে।