
গাইবান্ধা ৩ আসনের উপ-নির্বাচনে ২১ মার্চ ভোট গ্রহন আর মাত্র ১৫ দিন বাকি। জমে উঠেছে নির্বাচনের মাঠ ঘাট শহর বন্দর গ্রাম গঞ্জে পাড়ায় পাড়ায় চায়ে দোকানে। ছোট বড় মিছিল শোডাউন চলছে প্রার্থী ও কর্মী সমর্থকদের।
বর্তমান সরকারের শাসনকালে দেশের সার্বিক উন্নয়নের চিত্র ও নাগরিকদের জন্য প্রাপ্ত সুবিধা গুলোর উপর গুরুতারোপ করে বক্তব্যে তিনি গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম ও বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার বার্তা পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। অত্র এলাকার উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর কল্যানে নিজের কর্মপরিকল্পনার কথাও জনগণকে বলছেন। তাদের সাথে খোলামেলা মনে কথা বলছেন সকল কে আপন করে নিয়ে জনবান্ধব নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। আগামী ২১ মার্চ নৌকা মার্কায় ভোট দিয়ে তার প্রমান রাখতে চান আসনটির সচেতন সাধারণ ভোটারগণ।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি অত্র এলাকায় ব্যাপক ভাবে পরিচিত। যিনি একমাত্র প্রার্থী দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদেরসহ সাধারন মানুষ গুলোর বিষয়ে জানেন বোঝেন ও তাদের বোঝাতেও পারেন খুব সহজে। যে কোন সহায়তা প্রদানে নিজ হতে এগিয়ে আসেন অনায়াসে।
উপ নির্বাচন কে ঘিরে গাইবান্ধা ৩ আসনের পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনি সকাল সন্ধ্যা অবধি কর্মী সমাবেশ, গণসংযোগ, পথসভা, সমাবেশ চালিয়ে যাচ্ছেন। বাসা ও অফিসে গভীর রাত পর্যন্ত নির্বাচনী পরের দিনের কর্মসূচী প্রস্তুত করছেন। এ নির্বাচনে জননন্দিত নেত্রী স্মৃতি আপা হিসাবে অন্যান্য প্রার্থীদের চাইতে ব্যাপক ভাবে এগিয়ে আছেন। তাকে লক্ষ করেই অন্যান্য প্রার্থীরা নির্বাচনে নানা কৌশল অবলম্বন করছেন।
এলাকার উন্নয়নের স্বার্থে ও মানুষের সেবার লক্ষ্যে পিছিয়ে নয় এগিয়ে যেতে ও এগিয়ে নিতে অত্র এলাকার মানুষ উন্নয়নে স্রোতে গা ভাসাতে চায়। এ অউন্নত এলাকার অবহেলিত জনগোষ্ঠী আবেগ বা অনুভূতিতে বিশ্বাসী না হয়ে আসতে আসতে বাস্তবতায় বিশ্বাস মানুষ হিসাবে গড়ে উঠছে। তারা কোন গুজবে বা প্রলোভনে কোন অপশক্তির রাজনীতির দোলা চলে পড়বেনা। বিগত সময়ে যারা ভোট কেন্দ্রে যেতে বাধা দিতো তারাই আবার সেই জনতার কাছে ভোট চাইতে বেড়িয়েছে যাদের মানুষ চিনে জানে কিন্তু মুখে বলে না দ্বন্দের ভয়ে । তারা এবার ব্যালটের মাধ্যমে কেন্দ্র উপস্থিত হয়ে জবাব দিতে চায় মুক্ত মনে।
আওয়ামীলীগের নেতাকর্মীরা সহ সচেতন মানুষ গুলো বলেন, এই উপজেলার ভোট কেন্দ্রে গেলে গোটা পরিবার কে যারা জ্বালিয়ে দিতে চেয়েছিলো। যারা ভোট কেন্দ্র পুড়িয়ে ছিলো,ব্যালট বক্স লুটপাট করে আগুনে পুড়িয়ে ফেলেছিলো, যারা পোলিং অফিসার,প্রিজাইডিং অফিসার,নিরাপত্তাকর্মীসহ সাধারন মানুষ কে পিটিয়ে জ্বালিয়ে মেরেছিলো তারাই আজ এই এলাকার ভোটের মাঠে সেই মানুষ গুলোর কাছে ভোট চাইতে যাচ্ছে আর ভোট চাচ্ছে ।
তারা আরো বলেন, আবার তারা অগ্নিসন্ত্রাসরুপে ভোট নিতে চায় শক্তির বল দেখিয়ে, অস্ত্রের ঝনঝনানি শুনিয়ে। হয়তো কোন গুজব রটিয়ে আবারো সেই আগুন লিলা কায়েম করতে নানা ষরযন্ত্রে মেতেছে। উপ নির্বাচন কে প্রশ্ন বিদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এ চক্রটি ।
নির্বাচনী প্রচারনা ও কর্ম পরিল্পনার অংশ হিসাবে মুজিব বর্ষে ৫ মার্চ বৃহস্পতিবার পলাশবাড়ী সরকারি কলেজের আশিরদশকের ছাত্রলীগের কর্মীবৃন্দের পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তোলা ছবিতে বাংলাদেশ কৃষকলীগের সাধারন সম্পাদক ও উপ নির্বাচনে নৌকার প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ।