
বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ঘটনাস্থল থেকে চারটি মোবাইল, ছয়টি সিম এবং নগদ দুই হাজার একশ’ টাকা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার এ অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিনজন হলেন- শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার আবু মুসার ছেলে মো. হাবিব শেখ (২৯), উলিপুরপাড়া এলাকার রজক আলীর ছেলে মো. খলিল ফকির (৩৭) ও পশ্চিম দত্তপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. তৌহিদুল ইসলাম মোহন।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বলেন, আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।