পাকিস্তানের করাচি শহরের গুলবাহার এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
পুলিশ সার্জন ড. কারার আব্বাসি জানান, এ ঘটনায় আহত ২৪ জনকে শহরের আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে এখনও সেখানে উদ্ধারকাজ চলছে।
করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন।