
৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নৌকা মার্কার পক্ষে গণজোয়ারের অংশ হিসাবে সাদুল্যাপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে ১০ মার্চ মঙ্গলবার দিনব্যাপী নৌকা মার্কার শ্লোগানে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাদুল্যাপুরে গিয়ে শেষ হয়। এ নির্বাচনী শোডাউনে অংশ গ্রহনকারী কৃষকলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার পক্ষে শ্লোগানে রাজপথ ও মেঠোপথ মুখরিত করে তোলেন।
সাদুল্যাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউনটি পলাশবাড়ী পৌর শহরে প্রবেশ করলে পলাশবাড়ী সদর কৃষকলীগ সাধারণ সম্পাদক ও স্বাধীন পলাশ নাট্য সংস্থার সভাপতি লেবু প্রধান স্বাগত জানান। এসময় পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।