যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের একজনের বাড়ি ফরিদপুর এবং অপরজনের বাড়ি সিলেটে।
জানা গেছে, ফরিদপুরের অনুর্ধ্ব ৫০ বছর বয়সী ওই ব্যক্তি লংআইল্যান্ডের নাসাউ কাউন্টিতে বাস করেন। আর সিলেটের ৫০ বছরের ওই ব্যক্তি ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, গত শুক্রবার নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। করোনাভাইরাসে নিউইয়র্কে এটিই প্রথম মৃত্যু। তিনি হাপানি রোগে ভুগছিলেন।
গত ১ মার্চ নিউইয়র্কে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। দুই সপ্তাহের মধ্যে এটি বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। আর নিউইয়র্ক স্টেটে এখন পর্যন্ত ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন তিনি।চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।