গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল ২৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ০২.১৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের নির্দেশে এএসআই সাইবুদ্দীন, এএসআই মুশফিকুর ও এএসআই লাবনি আক্তারদের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার একটি টিম এলাকাবাসীর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানাধীন মায়ামনি চারমাথা মোড় রংপুর- বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে স্বদেশ ট্রাভেলস্ কাউন্টারের সামনে হতে মাদক বহনের সময় বিভিন্ন অপকর্মের মোক্ষীরাণী ও পেশাদার মাদক ডিলার আসামি সিমা বেগম (২৯) পিতা-মৃত: আজিজুল হক, স্বামী-খোকন মোল্লা স্থায়ী সাং-ষ্টাফ কোয়ার্টার নিউটাউন থানা-কোতোয়ালি, জেলা-দিনাজপুর, বতর্মান সাং- চমরগাছা পার্বতীপুর থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা কে ১’শত গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিল লয়ে বাসে করে বগুড়া যাবার পথে আটক করে। এরপর মক্ষীরানী সীমাকে জিজ্ঞেসাবাদে তার দেয়া তথ্য মতে দুপুর ০২.৫০ ঘটিকার সময় অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন আরজি খলশী সাকিনের জনৈক আঃ হালিম এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা তার স্বামী ও পেশাদার মাদক ব্যবসায়ী আসামী (১) খোকন মোল্লা (২৯) পিতা-করিম মোল্লা, সাং-চামরগাছা পার্বতীপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। এসময় ঘর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ আটক করে।
উল্লেখ্য যে, এই সীমা ও খোকন বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ধারণ করে বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা, মাদকের আসর বসানো সহ বিভিন্ন প্রতারণা ও হয়রানি মূলক কর্মকান্ড করে আসছিল। উভয় ঘটনায় উদ্ধার কৃত হিরোইন,ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মুল্য অনুমান ৬ লাখ ৩২ হাজার টাকা। ধৃত আসামি সীমার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৩ টি ও আসামি খোকন মোল্লার বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।