গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাইয়াগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ১টি ড্রেজার মেশিন ধ্বংস এবং ২ জনকে আটক করা হয়। রবিবার (৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেন। এছাড়াও বালু উত্তোলন ও পরিবহনে সহায়তাকারীদের মোবাইল কোটের মাধ্যমে ২ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।