গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃর্থক ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গত ১৭ মার্চ (মঙ্গলবার) উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা পৃর্থক ভাবে জাতির শ্রেষ্ট সন্তান শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮.১৫ মিনিটে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর স্মৃতির মুড়াল উদ্বোধণ, সকাল ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে পূস্পার্ঘ অর্পন, সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা কর্তৃক বঙ্গবন্ধুর প্রতি কৃতিতে পূস্পার্ঘ অপন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ। সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সকাল ১১ টায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টিআর/কাবিটা কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ’র চাবি হস্তান্তর। সকাল ১১.৩০ মিনিটে উপজেলা বিআরডিবি কর্তৃক ১০০ জন হতদরিদ্রের মাঝে ঋন বিতরণ। দুপুর ১২ টায় উপজেলার চন্ডিপুর গুচ্ছগ্রামের দুঃস্থও অসহায় মানুষের মাঝে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মিষ্টি বিতরণ।
এ দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে দুপুর ১ টায় পৌর ভবনের হলরুমে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পন, আলোচনা সভা, কের্ক কর্তণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভার আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, পৌর প্যানেল মেয়র-২ রিমন তালুকদার,কাউন্সিলার মোখলেছুর রহমান, ফারুক হোসেন, জোবাইদুর রহমান বিশা সহ পৌর সভার অন্যান্য কাউন্সিলারেরা। এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।