গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ড্রাইভারসহ ৭জন আহত হয়েছে। আহতরা রংপুরগামী চিনির বস্তা বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন।
থানা সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে রংপুরগামী চিনির বস্তা বোঝাই ট্রাক( নং ঢাকা মেট্রো-ট-১৩-০৬৬১) এর সাথে বগুড়াগামী পাথর বোঝাই ট্রাকের (নং ঢাকা মেট্রো-২২-১৫৫৩) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রংপুরগামী ট্রাকের ড্রাইভারসহ ট্রাকের যাত্রী ৭জন আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে এরমধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।