গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ, সহকারী কমিশনার নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা জনাব ডাঃ মজিদুল ইসলাম ও অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানসহ সমন্বয়ে গঠিত একটি টিম গোবিন্দগঞ্জ থানার ফাঁসিতলা, চাঁদপুর, কোচাঁশহর ও মহিমাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে করোনা উপলক্ষে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা ও অযাচিতভাবে আড্ডা দেওয়ায় সোহাগ, দুলাল, সেতু, আল আমিন, বুদু, রানা ও ফারুকদের আটক পূর্বক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেকের নিকট ৫’শত করে টাকা জরিমানা করা হয়। চলমান মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানা যায়।