
আগামী ২১ মার্চ শনিবার -৩১গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ- নির্বাচন সুষ্ঠ, শান্তিপুর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। কোন ব্যাক্তি বা গোষ্ঠি বা অপশক্তি প্রশয় বা বিশৃঙ্খলা করতে পারবেনা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছে থাকবে। গাইবান্ধা জেলার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে কোন ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ তা চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের পূর্বে, নির্বাচন চলাকালিন ও নির্বাচনের পরে কেহ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার, নির্বাচন সুষ্ঠ করতে দায়িত্ব পালন করবে। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেটগণ নির্বাচনের পরিবেশ সুষ্ঠ করতে দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে স্বতস্ফুর্ত ভাবে ভোট দানে আসা যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে দলমত নির্বেশেষে সকলের সহযোগিতা কামনা করবো। নির্বাচন বানচাল বা পক্ষপাতিত্বের কোন অভিযোগ বা পায়তারা চেষ্টাকারীদের বরদাস্ত করা হবেনা। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গেই সঙ্গেই আমাদেরকে অবগত করবেন। আমরা সব সময়ই ভোটারদের পাশে থাকবো। নির্বাচনী বিধিমালা কোনভাবেই ভঙ্গ করতে দেয়া হবেনা। গাইবান্ধাবাসীকে সুষ্ঠ ও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১-গাইবান্ধা-৩ আসনে আওয়ামীলীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যার ফলে আগামী ২১ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। মোট উপজেলা ২টি। ইউনিয়ন ২০টি। মোট ভোট কেন্দ্র ১৩২টি।