
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স্মৃতি বিপুল ভোটে জয়ী হয়েছে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৬৬ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩০৬ ভোট। শনিবার (২১ মার্চ) রাত ৮ টার দিকে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন। সাদুল্যাপুর-পলাশবাড়ী দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ভোটর সংখ্যা ছিল দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন।