
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কবিতা রানী (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে কবিতা রানীর স্বামীসহ আহত হয়েছে পাঁচজন। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবিতা রানী বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে সোনারাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান (সেলিম) দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে জানান, নিহত কবিতা রানী ও তার স্বামীসহ কয়েকজন কৃষাণী জমিতে কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় কবিতা রানীসহ সবাই জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিতা রানীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে সেবু বালার (২৯) অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান চেয়ারম্যান।