
এবার অভিনব প্রস্তাব দিয়েছেন বিতর্কিত মডেল নায়লা নাঈম। করোনাভাইরাসে ঠেকাতে জনসচেতনতায় নিজের ফেসবুক পেজে জনসচেতনায় আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও বাসায় নিরাপদে থাকো! জীবনটা আসলেই মহামূল্যবান!’
নায়লা নাঈমের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী ভাবনা, বাঁধনসহ আরও অনেকে। রাস্তায় মাস্ক বিলি করেছেন সঙ্গীতশিল্পী মিলা।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। আর আক্রান্ত হয়েছেন মোট ৩৩ জন। এমন অবস্থায় প্রতিটি নাগরিককে সচেতন করতে সরকার যেমন কাজ করছেন, বিনোদন তারকাও নিজ নিজ স্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন।