সৌদিতে প্রথম করোনায় আক্রান্ত হয়েছে এক ব্যক্তি।
গতকাল সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সৌদির এক নাগরিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরেছেন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলোতে কোয়ারেনটাইনের জন্য ২ হাজার ২০০ শয্যা প্রস্তুত রয়েছে
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়ায় যায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।
চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজারের বেশি। আর মারা গেছেন ৩ হাজারেরও অধিক মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৫৮টি দেশে ছড়িয়েছে পড়েছে। নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলো ইন্দোনেশিয়া, সেনেগাল, জর্ডান, আইসল্যান্ড, পর্তুগাল, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র ও অ্যান্ডোরা।