করোনা আতঙ্কে এবার জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া মসজিদের পাশে স্থাপিত ‘ডোম অব দ্য রক’ বা কুব্বা-তুস সাখরার দরজাও সাময়িকভাবে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ রোববার মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সকে কিসওয়ানি বলেন, ইসলামি ওয়াকফ বিভাগ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে। আল-আকসা মসজিদের বাইরে নামাজ আদায় অব্যাহত থাকবে।
অবরুদ্ধ ফিলিস্তিনে এ পর্যন্ত ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দখলদার ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ২০০ জন।গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।