
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের মানুষের সাথে প্রভাতফেরীতে অংশ নেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা পরিষদ চত্বরে হতে সদরে বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ করে আবারো পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক মহিলা আসনের এমপি ও বাংদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থীসহ এ্যাড.উম্মে কুলসুম স্মৃতির স্বামী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান খান।