শিক্ষার্থীদের মাঝে সততা-নৈতিকতা চর্চা বৃদ্ধিতে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতে বলা হয়েছে।
গত মঙ্গলবার এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করে মাউশি।
আদেশে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে সততা ও নৈতিকতা চর্চা বৃদ্ধির লক্ষ্যে সততা সংঘ, সততা স্টোর, বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দৈনিক সমাবেশে দুদকের শপথ বাক্য পাঠসহ শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা বৃদ্ধির সফল বাস্তবায়নে অধিকতর আন্তরিক ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নিয়মিত জানাতে বলা হয়েছে।
জানা গেছে, দুর্নীতি প্রতিরোধে নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভায় এ বিষয়ে আলোচনা হয়। এ সভা থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে সততা ও নৈতিকতা চর্চা বৃদ্ধি করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।