
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত ডাকাত শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন। একই সাথে ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর তুরাগ বেড়িঁবাধে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
তিনি জানিয়েছেন, ‘মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাতের সঙ্গে র্যাব-১ এর বন্দুকযুদ্ধ হয়। এ সময় কুখ্যাত ডাকাত শহীদ হোসেন ওরফে কানা শহীদ বন্দুকযুদ্ধে নিহত হন। এই ঘটনায় এক জন র্যাব সদস্যও আহত হয়েছেন।