
মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৬৯৫ পিস ইয়াবা, ২১৫ গ্রাম ২১০ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ৩ বোতল ফেনসিডিল ও এক কেজি কোকেন উদ্ধার করা হয়।