
ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, দেশের সুফল শুধু আওয়ামীলীগের লোক ভোগ করছে না। বিএনপি জামায়াতসহ সকলেই সরকারের সুফল ভোগ করছে।তিনি বিএনপি’র উদ্যোশে বলেন, আপনারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করেন, আমরা ওপেন চ্যালেঞ্জে যাবো আপনারা কি করেছেন আর শেখ হাসিনা কি করেছে। মুক্তিযোদ্ধারা আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তারা কেউ কারো কাছে হেরে যাবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আমরা এমন ভাবে উদ্যাপন করতে চাই শুধু আমরাই করছিনা ইউনোস্কোর ১৯৫ টি দেশে মুজিব জন্ম শতবার্ষিকী পালন করছে। তিনি সাঘাটা উপজেলাকে দু’টি ভাগে ভাগ করার বিষয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব জন প্রতিধিদের হাতে, কতৃত্ব সরকারী কর্মকর্তাদের হাতে, নেতৃত্ব আর কতৃত্বের সমন্বয় ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আপনারা জোর দিয়ে চাইলে অবশ্যই উপজেলা আলাদা হবে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে ৪৫ লাখ টাকা ব্যায়ে সাঘাটা ইউনিয়ন ভুমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা কমিশনার ভুমি শাকিল আহমেদ প্রমূখ।
এসময় জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা দুদু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।