
চৌদ্দটি স্বর্ণের বারসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিলুফার ইয়াসমিন নামে এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
গতকাল শনিবার দিবাগত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ওই যাত্রীকে তল্লাশি করে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার সোলাইমান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় তারা নজরদারী বাড়াতে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে নিলুফার ইয়াসমিন (ফ্লাইট নম্বর-SL224) নামে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথ থেকে ১৪ পিস স্বর্ণবার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করাসহ জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নিকট থেকে জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩৭০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।