
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ছবি বিকৃত করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার দায়ে বেলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বোয়ালখালী থানা পুলিশ। বেলাল হোসেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিপুর গ্রামের মৃত আলতাজ মিয়ার ছেলে।বোয়ালখালী থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের ছবি বিকৃত করে পোস্ট করায় বেলাল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।