গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দ্রতগামী হানিফ পরিবহন কোচের ধাক্কায় বাইসাইকেল আরোহীএক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সময় ঢাকা রংপুর মহাসড়কের উপজেলার বোয়ালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে আব্দুল মজিদ (৬৫) বলে জানাগেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মজিদ বাইসাইকেল যোগে গোবিন্দগঞ্জ বাজার থেকে বাড়িতে ফেরার পথে বোয়ালিয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের ঢাকাগামী একটি কোচ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫ ৩২৮৪ বাসটি আটক কর।