
লাইসেন্স নবায়ন না করায় আটটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
আজ সোমবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এগুলো হলো- লুসাই সিস্টেম, নেটবি অনলাইন, গ্লোবাল নেটওয়ার্ক, মাইনেট, এস আহমেদ কম্পিউটারস অ্যান্ড প্রিন্টার্স, স্কাই লিংক আইএসপি, স্টার অ্যালাইস ও সুপার নেট বিডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে পাওনা পরিশোধ না করলে এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন এবং পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিটিআরসি।
নিয়ম অনুযায়ী পাঁচ বছরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১৮০ আগে দিন নবায়নের আবেদন না করায় এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।
এগুলোর আইএসপি সংশ্লিষ্ট সকল কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়ে এক মাসের মধ্যে কমিশনের সকল পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।