
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করেছেন জাপা’র অতিরিক্ত মহা সচিব ও স্থানীয় এমপি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। ৬ জানুয়ারি সোমবার উপজেলার পৌর শহর, তারাপুর ও দহবন্দ ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সহ-সভাপতি আনসার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন সভাপতি এনামুল হক মন্টু পৌর জাপা’র সভাপতি আব্দুর রশিদ সরকার ডাব্লু, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, গোলাম কবির মুকুল, উপজেলা জাপা নেতা রাকিব মুহাম্মদ হাদিউল ইসলাম প্রমুখ।