
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্ষণ, রাজনৈতিক ও পারিবারিক মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী আনিছুর পালিয়ে বেড়াচ্ছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পারাণ গ্রামের ভ্যানচালক শফিউল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা শাপলা খাতুন (১৯) কে গত বছরের ১৩ নভেম্বর তারিখে একই গ্রামের
মোজাফ্ফর হোসেনের ছেলে আনিছুর ফাঁকা বাড়িতে একলা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় স্থানীয়রা ছুটে এলে ধর্ষক আনিছুর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শাপলাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শাপলার বাবা নিরিহ ভ্যানচালক শাফিউল ইসলাম বাদী হয়ে আনিছুরকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। সে কথা জেনে আনিছুর গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
একটি সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলা, নাশকতার মামলা ও পারিবারিক মামলাসহ বেশ কয়েকটি মামলার বোঝা মাথায় নিয়ে শাস্তি এড়াতে আনিছুরকে তার পরিবার বিদেশ পাঠানোর ফন্দি করছে।
ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, আসামী আনিছুরকে ধরার জোড় প্রচেষ্টা চলছে।
অসহায় শাপলার পরিবার নরপশু আনিছুরের শাস্তির নিমিত্তে বাংলাদেশ বিমান বন্দর ওসি ইমিগ্রেশনের সুদৃষ্টি কামনা করেছেন।