
ঢাকাস্থ সাদুল্লাপুর উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার পল্টন টাওয়ারের ইকোনোমিক্স রিপোর্টার ফোরাম অডিটরিয়মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি (সংরক্ষিত আসন) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
সভায় সংগঠনটির কমিটি গঠন কল্পে নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মোকছুদার রহমান মাকসুদ । এছাড়াও দুইজন সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা ও সিকেন্দার আলী। এ নির্বাচনে আগামী দুই বছর মেয়াদে সাদুল্লাপুর উপজেলা সমিতি ঢাকা’র নির্বাচিত নতুন কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে বিভিন্ন পদে যারা নির্বাচিত হলেন- সভাপতি আব্দুল্লাহিল কাফি, সহ-সভাপতি শামীম কবির নয়ন ও রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আহসান মুর্শেদ টিটু, যুগ্ম সম্পাদক এম রঞ্জু মিয়া ও আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক খালেদ মোর্শেদ মিয়া কাকন, খন্দকার মোস্তাক আহমেদ শাকিল ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.টি. শাহীন, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক তাহিয়াতুল তাহি, সাংস্কৃতিক সম্পাদক বকুল চন্দ্র মহন্ত, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক সোহান মিয়া, দপ্তর সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আজিম, সমাজকল্যাণ সম্পাদক সাহিদার রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান মিজান, কার্যনির্বাহী সদস্য, আশরাফুল ইসলাম ছানা, মিজানুর রহমান মাসুম, আসাদুজ্জামান আসাদ, হুমায়ুন কবির বাবু, ফরিদুল ইসলাম সরকার।