
সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাতপুর গ্রামে বাড়ির পার্শের একটি পুকুর থেকে, গতকাল সন্ধ্যায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে প্রতিবেশীরা। নিহত শিশুরা হলেন, ঐ গ্রামের শিপনের ছেলে জিহাদ (৭) ও একই গ্রামের নূরনবীর মেয়ে মিম (৬)। জিহাদ চক গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও মিম ঐ বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী বলে জানাগেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, গতকাল জিহাদ ও মিম বিদ্যালয়ে এসেছিলো। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তারা পানিতে পড়ে মারাগেছে। তবে এই মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা মুখী গুঞ্জন।