
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র রাতভর অভিযান চালিয়ে ২ জনকে আটক করছে।
আটকৃতরা হলেন, নিজপাড়া গ্রামের হাফিজারের পুত্র লাবলু মিয়া (২৫) ও যুগীবাড়ি গ্রামের মৃত: মহসিনের পুত্র জয়নাল হোসেন (৩২)। গত শনিবার রাতে পৃথক দু’টি অভিযানে তাদেরকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার রাতে কোনাপাড়া গ্রামের আজগর আলীর পুত্র হাবিজার রহমান ধাপেরহাট থেকে বাড়ি ফেরার পথে লাবলু তার দলবলসহ তার বাড়ির নিকট রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্য অপহরণ করে হাবিজার কে। খবর পেয়ে তার বাবার করা অভিযোগের প্রেক্ষিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে এস আই বেলাল হোসেন সঙ্গীফোর্সসহ হাবিজারকে আহত অবস্থায় লাবলুর বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। উক্ত মামলার এজাহারভুক্ত আসামী হিসাবে নিজ বাড়ি থেকে শনিবার রাতে আটক করে।ইতিপূর্বেও হলুদে ভেজাল মেশানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছিলো লাবলু মিয়াকে। আটক লাবলু মিয়া হলুদে ভেজাল মিশানোর কারণে রংপুরের বিভিন্ন বাজারে একাধিকবার গনধোলাই এর স্বীকার হয়েছিলো বলে জানা যায়। অপরদিকে একই রাতে ইদিলপুর ইউনিয়নের যুগীবাড়ি গ্রাম থেকে মাদক মামলার ওয়েন্টভুক্ত আসামি মৃত: মহসিন ব্যাপারীর পুত্র জয়নালকে আটক করেছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আলমগীর হোসেন।
আটককৃত আসামিদের রবিবার সকালে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রজব আলী।