
গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের এনায়েতপুর টু মহিষবান্দী রাস্তার পাতিল্লাকুড়া ছয়েচের বাঁশের ঝাঁড় এলাকায় সড়ক দূর্ঘটনায় লাজু মিয়া (১৭) নামে এক অটোযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত লাজু জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছোট ছেলে। সে সাদুল্লাপুর সরকারি কলেজ’র এইচ,এসসির শিক্ষার্থী।
জানা যায়, লাজু মিয়া রাতে নিজ বাড়ী থেকে বড় ভাইয়ের সঙ্গে ভাবিকে পাশ্ববর্তী দাউদপুর গ্রামে আনতে যাওয়ার পথে ১৭ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।