
গাইবান্ধার সাদুল্যাপুরে ১০ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষের ক্ষণগণনা যন্ত্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সাদুল্যাপুর হাইস্কুল মাঠে বড় পর্দায় প্রদর্শন করা হয়। এসময় সারাদেশের ন্যায় একযোগে সাদুল্যাপুরেও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ ও ওসি মাসুদ রানাসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ক্ষণগণনা যন্ত্রের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ।
এরআগে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ, ওসি মাসুদ রানা, উপজেলা আ’লীগের সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, প্রভাষক আব্দুল জলিল সরকার, সরকারী কলেজের অধ্যক্ষ দেল আফরোজা বেগম, গার্লস কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, মুক্তিযোদ্ধা মোঃ নুরুননবী সরকার তারা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা। পরে বিকাল সাড়ে তিনটায় এক বিশাল শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।