
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র সাঘাটা উপজেলায় শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন।
সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় ডেপুটি স্পীকার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাকিল আহাম্মেদের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি ছিলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মেহেদি আখতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম (বিপ্লব), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা (দুদু), উপজেলা প্রকৌশলী সাবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।