
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের অবহেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎষ্পৃষ্ট হয়ে অকালে প্রান হাড়ালেন সুজন চন্দ্র (২৮) নামের এক যুবক। ২৯ জানুয়ারী বুধবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের যোগেষ চন্দ্রের ছেলে সুজন চন্দ্র প্রতিদিনের মতো বোনারপাড়া ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের জমিতে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান। ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগে বাঁশের খুটিতে অরক্ষিত অবস্থায় ঝুলে থাকা কারেন্টের তার সুজন চন্দ্র হালচাষ সময় শরীরে লেগে বিদুৎষ্পৃষ্ট হয়ে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর মেশিনের উপর থেকে ছিটকে পড়েন । হালচাষের মেশিনটি ড্রাইভার ছাড়াই সামনের দিকে যেতে থাকে ।