
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে গোলাগুলিতে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)।
আজ মঙ্গলবার ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১ এর সদস্যদের গুলি-বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় একজন র্যাব সদস্যও আহত হন।
র্যাব জানান, নিহত মিন্টু মাদককারবারি। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি শটগান, ১০টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।