
মসজিদে নববি প্রাঙ্গণের আল-কোরআন মিউজিয়ামে স্বর্ণের কালিতে হস্তাক্ষরে লিখিত ১৫৪ কেজি ওজনের বৃহৎ আকারের একটি কোরআন রয়েছে।
কোরআনটি লিপিবদ্ধ করেছেন আফগানিস্তানের বিখ্যাত লিপিকার মুহাম্মদ সাবের ইয়াকুতি ও তার শিষ্যরা। লিপিবদ্ধের কাজ শুরু হয়েছিল ২০০৪ সালের আগস্টে। সমাপ্ত হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে।
কোরআনটি লম্বায় দেড় মিটার ও প্রস্থে এক মিটার। প্রতিটি আয়াতের নিচে ফার্সি ভাষায় অর্থ লেখা আছে। এ ছাড়া আছে হরিণের চামড়ায় লিখিত, কাপড়ে স্বর্ণের সুতো দিয়ে তৈরি কোরআন।
১৫৪ কেজি ওজনের কোরআনটি ১৮১৭ খ্রিস্টাব্দে আফগানিস্তানের কাবুলে তৈরি করা হয়। লিপিকারের নাম গোলাম মুহিউদ্দিন। সে সময় আফগানিস্তান থেকে কোরআন শরিফটি মদিনায় নিয়ে আসতে চারটি উট লেগেছিল। অত্যধিক ওজনের কারণে কোরআনের পাতাগুলোকে চার ভাগ করে পৃথক পৃথক উটের পিঠে করে প্রায় মাসব্যাপী সফরের পর মদিনায় নিয়ে যাওয়া হয়।
বিশ্বের সর্বাধিক ওজনের কোরআনও তৈরি করা হয়েছে আফগানিস্তানে।
২০০৯ সালে রাজধানী কাবুলে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এটির মোড়ক উন্মোচন করা হয়। কোরআনটির ওজন ৫০০ কেজি। কোরআনের পাতাগুলো লম্বায় ২ দশমিক ২৮ মিটার ও প্রস্থে ১ দশমিক ৫৫ মিটার। মোট পৃষ্ঠা সংখ্যা ২১৮।