
গাইবান্ধায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ২ জানুয়ারী বৃহস্পতিবার এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ শীর্ষক এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান প্রমুখ। অন্যদিকে জেলার অন্যান্য উপজেলা গুলোতে দিবসটি উৎযাপন করা হয়েছে।