
দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি:-
মাদক ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা করার সময় পিস্তল, গুলি, ইয়াবা ও মোবাইলফোনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ দিনাজপুরের একটি আভিযানিক দল।
শনিবার সন্ধায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাটলাবাজারে মাদ্রাসা পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা ওই এলাকার আজাহার আলীর ছেলে মমিনুর ইসলাম মুনির (৩৪) এবং মনিরের স্ত্রী মুনিরা আক্তার (২৬)। র্যাব-১৩ কোম্পানীর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে কাটলা মাদ্রাসা পাড়া এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১শ পিচ ইয়াবা এবং ৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইফোনসহ ওই দম্পতিকে আটক করা হয়। পরে, বিরামপুর থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।