
নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, আপনারা নেত্রীর আদেশ, গঠনতন্ত্র, সংগঠনের নির্দেশনা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। দলের গঠনতন্ত্র পরিপন্থী, কেন্দ্রের নির্দেশনা পরিপন্থী কোনো কাজে জড়িত হলে, এর দায়ভার ছাত্রলীগ নেবে না।
শনিবার রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
একইসঙ্গে লেখক বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অন্যায় অবিচার করা হয়, ষড়যন্ত্রমূলক আচরণ, হয়রানিমূলক মিথা মামলা দেওয়া হয়, তাহলে তাদের রক্ষার দায়িত্ব নিতে হবে। কেন্দ্রীয় নির্বাহী সংসদসহ সারাদেশের নেতাকর্মীরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবেন।
এছাড়া, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মী বিনয়ী থাকবে বলে উল্লেখ করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়া রিসার্চ ও উন্নয়নের জন্য আলাদা সেল গঠন করা হবে বলেও জানান।
তিনি আরও বলেন, দক্ষ প্রশিক্ষক ও ছাত্রনেতা গড়ে তুলতে বছরের শুরুতে ওরিয়েন্টেশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী ও অন্যান্য ছাত্র নেতাদের সামনে বক্তব্য দিতে পেরে নিজেকে ধন্যও মনে করেন আল নাহিয়ান খান জয়।